নিজস্ব প্রতিবেদক : গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন কেনো বহাল রাখা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অপর রুলে পরীক্ষার্থীদের দরখাস্ত কেনো নিষ্পত্তি করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বুধবার (৩০ জুন) এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা সচিব, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক,, মো. সাইফুল ইসলাম সোহেল ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন বহাল চেয়ে গত ২৯ মার্চ হাইকোর্টে রিট দায়ের করেন রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন, সাজ্জাদ হোসেন নামের চার শিক্ষার্থী।
রিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল ও ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিটকারীদের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল বলেন, আদালত আজ আমাদের আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বিভাগ পরিবর্তন কেন বহাল রাখা হবে না এবং পরীক্ষার্থীদের দরখাস্ত কেন নিষ্পত্তি করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
বেশ কিছুদিন থেকে তিন-দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের স্মারকলিপি দিয়েছেন রিটকারী শিক্ষার্থীরা। প্রেসক্লাব ও ইউজিসির সামনে মানববন্ধন এবং বিক্ষোভও করেন তারা। দীর্ঘ আন্দোলনের পরও শিক্ষার্থীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এ রিট দায়ের করা হয়েছে।
সাননিউজ/এমএইচ