শিক্ষা ডেস্ক : শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১৫ টি বাস রওয়ানা দিয়েছে।
সোমবার (২৮জুন) সকাল আটটায় ক্যাম্পাস থেকে বাসগুলো ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের উদ্দেশে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং ভাড়া করা বাসে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান।
শিক্ষার্থীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে জন্য প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম। কিন্তু জাতীয়ভাবে লকডাউনের কারনে পরিক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রত্যাশা করি খুব দ্রুতই সংকট কেটে যাবে। শিক্ষার্থীরা যেনো নিরাপদে পৌঁছতে পারে সেই জন্যেই কাজ করা হয়েছে।
সান নিউজ/ এমএইচআর