নিজস্ব প্রতিনিধি, কুবি : পরীক্ষা কমিটির সুপারিশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) বিকেলে শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন বর্ষের চলমান সব পরীক্ষা স্থগিত করেছে অ্যাকাডেমিক কাউন্সিল (শিক্ষা পরিষদ)। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে।
তিনি বলেন, পরীক্ষার উদ্দেশ্যে যেসব শিক্ষার্থী কুমিল্লায় এসেছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি এবং হল প্রাধ্যক্ষবৃন্দকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
সান নিউজ/এনএম