নিজস্ব প্রতিবেদ: এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪৩ লাখ শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১০৭৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
উপবৃত্তি বাবদ ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা এবং শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান বিষয়ক ভার্চুয়াল অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দরিদ্র, মেধাবী ও অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সান নিউজ/ এমএইচআর