শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিনিধি: ২০১৫-১৬ অর্থবছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১৫ শতাংশ মূসক চালুর প্রস্তাব করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুন) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে 'নো ভ্যাট অন এডুকেশন' ব্যানারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

শিক্ষার্থীরা বলেন, ২০১৫ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসন, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও ছাত্র স্বার্থ রক্ষার লক্ষে 'নো ভ্যাট অন এডুকেশন' প্লাটফর্মটি গঠন করেছিলো শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ কর প্রত্যাখ্যান করছি।

এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ২০১৫ সালে সরাসরি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রদানের কথা বলা হয়েছিলো।

এবারও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে করের টাকা আদায়ের পায়তারা করা হচ্ছে, যা শিক্ষাকে পণ্যে রূপান্তর করার নীলনকশা।

'নো ভ্যাট অন এডুকেশন'-এর সংগঠক মুক্ত রেজওয়ান-এর সভাপতিত্বে ২০১৫ সালের ভ্যাটবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সোহান তাসনিমা, শাহরিয়ার অপূর্ব, মো. রাকিব হাসান সুজন, প্রিতম ফকির ও সালমান রাহাত উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন শাওন বিশ্বাস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা