সাননিউজ ডেস্ক: গরু-ছাগল চরানো হচ্ছে কিছু কিছু বিদ্যালয়ের মাঠে। ঘটনাটি সিলেটের। শুধু তই নয় গরু-ছাগল গোয়াল ঘর বা বাড়িতে না রেখে মাঠে বা আঙিনায় রাখা হচ্ছে। এই বিষয়টি নজরে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের।
এই ঘটনায় দেরি না করে প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপরিচালককে হোয়াটসঅ্যপে ম্যাসেজ করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মাহপারিচালক আলমগীর মোহম্মদ মনসুরুল আলম।
মহাপরিচালকের ম্যাসেজ পেয়ে সিলেট বিভাগীয় উপরিচালক (চলতি দায়িত্বে) মো. মোসলেম উদ্দিন রবিবার (৬ জুন) সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ জারি করেন।
সিলেট বিভাগীয় উপরিচালকের আদেশে জানানো হয়, কিছু কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ও মাঠে গরু-ছাড়ল চরানো হচ্ছে। এমন ঘটনা যেনও না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন উপপরিচালক।
সাননিউজ/এএসএম