আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংকটে পাকিস্তান সরকারও বাংলাদেশের মতো শিক্ষার্থীদের মতো অটোপাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি স্কুলে অধ্যয়নরত প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের কোনো পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে ওঠার সুযোগ দিচ্ছে দেশটির শিক্ষা বিভাগ।
গত রোববার পাকিস্তানের শিক্ষাসংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করে।
সূত্র বলছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছেন ফেডারেল ডিরেক্টরেট অফ এড্যুকেশনের (এফডিই) মহাপরিচালক।
শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগের বছরের ফলের ওপর ভিত্তি করে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি ও ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের উন্নীত করা হবে। গত বছর প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আগের বছরের ফল দেখে উন্নীত করা হয়েছিল। সে সময় ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করে।
সোমবার (৬ জুন) থেকে ইসলামাবাদে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যাওয়া শুরু করেছে।
সূত্র জানায়, ইসলামাবাদে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা কমে যাওয়ায় ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টার (এনসিওসি) স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী শহরে নবম ও দশম শ্রেণির ক্লাস এরই মধ্যে শুরু হয়েছে।
ইসলামাবাদের সরকারি স্কুল ও কলেজ পর্যবেক্ষণ সংস্থা এফডিই এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম থেকে অষ্টম শ্রেণির পরীক্ষা সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
সান নিউজ/ এমএম