নিজস্ব প্রতিবেদক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মাঝে নানান সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (২ জুন) রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়- গত ১১ মে অনুষ্ঠিত ৩০তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়। সুপারিশক্রমে ৭৮তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়।
সান নিউজ/এনএম