নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজ মিটিং হবে। আশা করছি পজিটিভ সিদ্ধান্ত আসবে। তোমরা আজকের মিটিং পর্যন্ত অপেক্ষা করো। অন্তত ঘোষণা আসা পর্যন্ত তোমরা ধৈর্য্য ধরো। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমরাও স্বস্তিতে নেই। বরং ক্লাস-পরীক্ষা নিতে পারলে আমাদের ভালো লাগবে। তোমরা অপেক্ষা করো।
সান নিউজ/এসএম