নিজস্ব প্রতিনিধি, পাবনা : স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়াসহ ৬ দফা দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দেশের গার্মেন্টস শিল্প, শপিংমল, যানবাহনসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সব ঠিক চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বিভিন্ন অসামাজিক কাজে ঝুঁকে পড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটকে থাকা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত সিলেবাসে সম্পন্ন, চাকুরির সময়সীমা বৃদ্ধিসহ ৬টি দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম হাবিবুল্লাহ, রিপন আহমেদ, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী আল আমিনসহ অনেকে।
সান নিউজ/আরএস