রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক কামাল পাশা। রোববার দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, ড. মোহাম্মদ আলতাফ হোসেন, মো. গোলাম ফারুক সরকার, মো. লিটন হোসেন, সহকারী অধ্যাপক, মোস্তাফিজুর রহমান ও প্রভাষক রাদিয়া আওয়াল তৃষা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগের শিক্ষকরা নতুন সভাপতি অধ্যাপক কামাল পাশাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক কামাল পাশা বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কামাল পাশা শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে নৃবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন এবং ২০০২ সালে রাবির নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
সান নিউজ/ আরএস