নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির কারণে সরকার ঘোষিত ছুটি শেষে দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ (২১ এপ্রিল)শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
ভিডিও কনফারেন্সে সচিব বলেন, করোনা সংক্রমণ রোধে অফি আদালত বন্ধ রয়েছে। ছুটি শেষে অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে।
বোর্ডগুলোও সব প্রস্তুতি নিয়ে রাখছে। ছুটি শেষে অফিস খোলার পরপরই দ্রুত কাজ শেষ করা হবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।
সাধারণ ছুটি ঘোষণা করায় গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।