নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর আরও বেশি গুরুত্ব আরোপ করতে যাচ্ছে সরকার। করোনার ছুটির পর শিক্ষার্থীদের জন্য অনলাইন পোর্টাল চালুর মাধ্যমে স্থায়ীভাবে ভিডিও শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। ‘ঘরে বসে শিখি’ নামের পোর্টালের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভিডিও মাধ্যমে পাঠদান চলবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, সারা বছর বিষয়ভিত্তিক ক্লাসের ভিডিও অনলাইন পোর্টালে পাবে শিক্ষার্থীরা। করোনা সংকটকালেই শুধু নয়, যে কোনো সময় শিক্ষার্থীরা পোর্টালে গিয়ে তাদের প্রয়োজনীয় ক্লাস থেকে পাঠ নিতে পারবে।
তিনি আরও বলেন, 'আমরা দ্রুত এই পোর্টালের কাজ শেষ করবো। পোর্টালের কাজ শেষ না হওয়া পর্যন্ত সংসদ টিভির সব ক্লাস তারা ঘরে বসেই দেখতে পারবে।'
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ জানান, করোনা সংকটের কারণে দ্রুত অনলাইন ক্লাসে যেতে হয়েছে। তবে আমাদের কার্যক্রম এখানেই সীমাবদ্ধ থাকবে না। স্বাভাবিক সময়েও সারা বছর অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখা হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে বলে জানান তিনি।