শিক্ষা

চড় মেরে পদ হারালেন ইবির সহকারী প্রক্টর 

ইবি প্রতিনিধি: ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় এক শিক্ষার্থীকে চড় মারার দায়ে পদচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে এ অব্যাহতি দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসান আলী তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে এসে গাছ থেকে কয়েকটি আম ছিড়েন। তা দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে হাসানকে সজোরে থাপ্পর মারেন সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। পরে তাকে ও তার স্ত্রীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আটক করে রাখেন তিনি। আটকের প্রায় ঘণ্টাখানেক পর প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হাসান আলি ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে সহকারী প্রক্টর আরিফ কর্তৃক শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছনার বিষয়টি তুলে ধরে তার সুষ্ঠু বিচারের দাবি জানায় হাসান। পরে বিষয়টি সমাধানে পরদিন শনিবার (২৪ এপ্রিল) প্রক্টরিয়াল বডির একটি সভা ডাকা হলে সেখানে হাসানকে চড় মারার বিষয়ে দুঃখ প্রকাশ করেন সহকারী প্রক্টর আরিফ। তবে দু:খ প্রকাশের পরও ওই শিক্ষার্থী তার অভিযোগ প্রত্যাহার না করলে পরদিন তার অভিযোগ প্রতিবেদন আকারে উপাচার্য বরাবর জমা দেন প্রক্টরিয়াল বডি। পরে আজ মঙ্গলবার অভিযুক্ত ওই সহকারী প্রক্টরকে তার পদ থেকে অব্যাহতি দেন উপাচার্য।

এদিকে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে চড় মারার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ওইদিনই প্রতিবাদের ঝড় তোলে সাধারণ শিক্ষার্থীরা। সেইসাথে ওই ঘটনায় শনিবার ক্যাম্পাসে দিনব্যাপী আমপাড়া কর্মসূচি নামে অভিনব প্রতিবাদ জানান তারা।

অব্যাহতির বিষয়ে রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘ ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রতিবেদনের প্রেক্ষিতে উপাচার্য স্যার তাকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা