নিজস্ব প্রতিবেদক : ৪০তম বিসিএস-এ মৌখিক পরিক্ষার সময়সূচি আগামী ৩০ মার্চে নির্ধারিত ছিল যা পরিবর্তন করে নতুন তারিখ ও সময় নির্ধারন করা হয়েছে। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ৩০ মার্চের ১৮০ জনের মৌখিক পরীক্ষা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার ( ২৪ মার্চ ) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ অনুষ্ঠিত ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনর্নির্ধারণ করা হলো।
সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। উক্ত পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন।
প্রসঙ্গত, ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্র বিষয়ে ২৫, কর বিভাগে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
সান নিউজ/এসএ