নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসের প্রভাব বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
৫ এপ্রিল রবিবার তিনি সাংবাদিকদের জানান, সরকারি ছুটির সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। এর পরে আরো বাড়ানো হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেয়া হবে।
সব অফিস আদালত ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার যে ঘোষণা সরকার দিয়েছিল, তা ইতোমধ্যে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এর ফলে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটিও এখন এরসঙ্গে যুক্ত হবে।
শিক্ষা প্রতিষ্ঠান যত দিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সান নিউজ/সালি