জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল বিশ্লষেণ করে দেখা গেছে এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে শতভাগ পাসের তালিকায় জায়গা পেয়েছে ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠান।
গতবছর শতভাগ পাসের তালিকায় ছিল মোট ৪ হাজার ৭৬৯টি প্রতিষ্ঠান। সেই হিসেবে এ বছর এ সংখ্যা বেড়েছে ৪৭৪টি প্রতিষ্ঠান।
এছাড়া নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি, যার ১৪টি সাধারণ শিক্ষা বোর্ড ও ১৯টি মাদ্রাসা বোর্ডে। গত বছর এই সংখ্যা ছিল ৪৩টি।