ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : মায়ের সঙ্গে অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাবিহা সুহা নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। সুহা ঝিনাইদহ জেলার আদর্শপাড়া গ্রামের এডভোকেট শেখ সেলিমের বড় কন্যা ।
প্রতিবেশীদের তথ্য মতে, খালার বিবাহ বিচ্ছেদের পর তাদের বাড়িতেই খালাতো বোন থাকতেন। সুহার অভিযোগ ছিল তার মা তার থেকে খালাতো বোনকে বেশি প্রাধান্য দিতেন। এ নিয়ে মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো তার। গত শুক্রবার তার মা তাকে এ নিয়ে বকাঝকা ও মারধর করেন।
এর একদিন পর তার বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা প্রতিবেশীদের। সুহার মাও তাকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন।তবে এ থেকে আত্মহত্যা করতে পারে বিষয়টি অকল্পনীয় ছিল তার মায়ের।
এদিকে সুহার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এক শোকবার্তায় তারা নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে সুহার মৃত্যুর বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না তার সহপাঠীরা।
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনা কখনও কাম্য নয়। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এ ধরনের আত্মহত্যায় অকাল মৃত্যুর পুনরাবৃত্তি চাই না।
এদিকে রোববার (৩ জানুয়ারী) বাদ জোহর বাড়ির সামনে ওয়াজের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
সান নিউজ/এএস/এনকে/এস