এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কমেছে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা।
এ বছর সারাদেশের ৩৩টি স্কুল ও মাদরাসার কোনো শিক্ষার্থী জেএসসি বা জেডিসি পরীক্ষায় পাস করতে পারেনি। এগুলোর মধ্যে ১৪টি স্কুলের কোনো শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় ও ১৯টি মাদরাসার কোনো শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। গতবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি, এবার ১০টি কমে সেই প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। জেএসসি-জেডিসি পরীক্ষার ফলে এ পরিসংখ্যান উঠে এসেছে।