নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ক্লাসের বই তুলে দেয়া হবে অভিভাবকদের হাতে। স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে |শ্রেণিভেদে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই বই সংগ্রহ করবেন অভিভাবকগণ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, “এ বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হবে না। বিদ্যালয় থেকে ২০২১ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হবে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা বিদ্যালয়ে উপস্থিত হলে তাদের সন্তানদের বই সংগ্রহ করবেন।”
তিনি বলেন, যে সকল বিদ্যালয়ে কম শিক্ষার্থী রয়েছে, সেখানে একদিনে সকল শ্রেণির বই বিতরণ করা হবে। বেশি শিক্ষার্থী থাকলে তিন দিন ভাগ করে বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সকল বিদ্যালয়ে বই বিতরণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বই বিতরণের সময় স্ব স্ব স্থানের মাঠ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
সান নিউজ/এস