অংশগ্রহণ, পাসের হার এবং জিপিএ-৫, সবগুলো সূচকেই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১০ লাখ ৪০ হাজার ৭৪২ জন। আর ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৪৬ হাজার ৫২৯ জন। অর্থাৎ দেশজুড়ে পাসের সংখ্যার ছেলেদের চেয়ে ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন মেয়ে বেশি পাস করেছে।
পাসের শতকরা হারে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ০৩, যা গত বছর ছিল ৮৫ দশমিক ১২। মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৬৪, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৪৩। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যায়ও এগিয়ে আছে মেয়েরাই। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ জন ছেলে। আর মেয়েদের মধ্যে জিপিএ পেয়েছে ৪৫ হাজার ৮৮৩ জন। অর্থাৎ ছেলেদের তুলনায় ১৩ হাজার ৩৩৭ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।