নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্ত কলেজের শিক্ষকদের অনেককেই প্রভাষক পদে চাকরি করেই অবসরে যান। তাদের পদোন্নতির সুযোগও একেবারেই কম। সেই সঙ্গে প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ।
সেই শূন্যতা পূরণের জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে সিনিয়র প্রভাষক পদ। এমপিওভুক্ত বেসরকারি কলেজগুলোর জন্য এই পদ সৃষ্টি করা হচ্ছে যা অন্তর্ভুক্ত থাকছে সংশোধিত নীতিমালায়। শিগগিরই এই সংশোধিত নীতিমালা জারি হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসব সমস্যা দূর করতে এমপিও নীতিমালা সংশোধনের কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে এমপিওভুক্ত কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য সিনিয়র প্রভাষক নামে নতুন পদ তৈরি করা হচ্ছে। এছাড়া কলেজশিক্ষক পদের ৫০ ভাগ সহকারী অধ্যাপকের পদ তৈরি হবে। এতে সুযোগ সৃষ্টি হবে পদোন্নতির।
সংশোধিত নীতিমালায় এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া হবে অনলাইনভিত্তিক। এমপিওভুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের বয়স মুখ্য বিষয় হবে না-সবচেয়ে গুরুত্ব দেয়া হবে ফলাফল, ছাত্র সংখ্যা। নতুন করে দ্বিতীয় শিফট চালু করা যাবে না কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। শিগগিরই এই নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সান নিউজ/এস