নিজস্ব প্রতিবেদক . দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল ১৯৯২ সালে আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ সংশোধন করা হয়েছিল ২০১০ সালে। ২০১০ সালের সেই আইন আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার ( ২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্যকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপ সচিব। অন্য সদস্য হলেন-বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের একজন সদস্য।
আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সঙ্গ ব্যবস্থাপনার জন্য ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন এবং যুগোপযোগী করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।