তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় মানববন্ধন থেকে পারভেজকে ছাত্রদল নেতা দাবি করে বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের মেধাবী কর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, প্রচার সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক আকবর মুন্না, বাংলা বিভাগের সভাপতি মতিউর আরিফ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন রনি, আরএন রাজু, বাহাদুর হোসেন নোভেল, ইমতিয়াজ আহমেদ বাবু প্রমুখ।
সাননিউজ/ইউকে