নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করলেন।
আরও পড়ুন: ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে
রোববার (২ ফেব্রুয়ারি) সাড়ে দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন চলবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে, ধর্মপ্রাণ মুসল্লিদের অসুবিধার কথা ভেবে শিক্ষার্থীরা আজকের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন।
তিনি আরও বলেন, এই দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবিটি দীর্ঘদিনের এবং এর প্রতি সরকারের সুদৃষ্টি প্রয়োজন। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। এখন আমাদের ৩৫ হাজার শিক্ষার্থী দেখছে তাদের ভাইয়েরা এখানে অনশন করে মরে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না। তাই তারা আল্টিমেটাম দিয়েছে ব্লকেড টু ঢাকা নর্থ সিটি।
সান নিউজ/এএন