নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের মোট ১৯ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। আজ সকাল ৮টা থেকেই কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।
আরও পড়ুন: এমবিবিএস পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে হাজারো অভিভাবক অপেক্ষা করছেন। নিয়ম মাফিক ভেতরে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে চলতি বছর আসনপ্রতি লড়বেন ২৫ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: রাবিপ্রবির নতুন উপাচার্য আতিয়ার
এদিকে ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকার কিছু সড়কে যানবাহন চলাচল বাড়বে। পরীক্ষার দিন এসব সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শক থাকবেন চিকিৎসকরা। সেক্ষেত্রে কেন্দ্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অনিয়ম-জালিয়াতির সুযোগ নেই।
সান নিউজ/এএন