নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছে। ২০২৫ সালে যারা দশম শ্রেণিতে উঠেছে, তারা এই সিলেবাস অনুসরণ করবে।
আরও পড়ুন : ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এনসিটিবির ওয়েবসাইটে এসএসসির সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবীর চৌধুরী জানান, বাংলা বিষয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন করায় পুরো সিলেবাস নতুন করে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন : ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে
এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল।
সেদিন এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
২০২৫ সালে যারা দশম শ্রেণিতে উঠলেন তারা এ সিলেবাস অনুসরণ করবেন।
সান নিউজ/এমআর