মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন বছরের প্রথম দিনে স্কুলগুলোতে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত
বুধবার নতুন বছরে জেলা শহরের মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এ সময় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্য বই। পরে জেলার বাকি স্কুল গুলোতে বই বিতরণ হয়। বই বিতরণ ঘিরে উৎসব আমেজ বিরাজ করে জেলা শহরের স্কুল গুলোতে।
আরও পড়ুন : রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, বছরের প্রথম দিনে জেলার ৬১৪ টি সরকারি ও ৩১২ টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ হয়। তবে প্রাথমিকে ৪র্থ ও পঞ্চম শ্রেনীর বই আজ বিতরণ সম্ভব হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে বিতরণ করা হবে।
এদিকে, জেলার ছয়টি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালে বই বিতরণ হয়েছে। দশম শ্রেনীর ৩ টি করে বই দেওয়া হয়ে। পর্যায়ক্রমে বাকি বই বিতরণ করা হবে। বই বিতরণ কর্মসূচিতে জেলা প্রশাসন ও শিক্ষা অফিস সংশ্লিষ্টরা।
সান নিউজ/এমআর