সংগৃহীত ছবি
শিক্ষা

পবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপিত

নিনা আফরিন,পটুয়াখালী : আজ (সোমবার) ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে এ দিবসটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন : অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

দিবসের কর্মসূচিতে আরও ছিল, সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমাজ, কর্মকর্তারাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পাদদেশে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আমি মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের এই শুভক্ষণে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের। এর পাশাপাশি জুলাই-আগস্ট এর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের যাদের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে টাকা বরাদ্দ জোটেনি শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের

সকাল সোয়া ৯টায় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বেলা ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ, প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খানি ও মিলাদ মাহফিল এবং কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের)। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় প্রামান্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজয় দিবস উপলক্ষে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর ক্যাম্পাসে দৃষ্টি নন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচি ছাড়াও বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা