নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি ৭ কলেজের ২ বর্ষের স্থগিত হওয়া ২ টি চূড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা আগামী বছরের সোমবার (৬ জানুয়ারি) ২০২৫ সালে এবং স্নাতক ১ম বর্ষের পরীক্ষা আগামী বছরের (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: গাজায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে (২৫ ও ২৭ নভেম্বরের) ২০২৩ সালের স্নাতক ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তার মধ্যে ২০২৩ সালের ৪র্থ বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের (৬ জানুয়ারি) এবং ২০২৩ সালের ১ম বর্ষ স্নাতক পরীক্ষা ২০২৫ সালের (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তবে এই সময়সূচি অনুযায়ী অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
সান নিউজ/এমএইচ