নিজস্ব প্রতিবেদক: কলেজ বা বোর্ড পরিবর্তন করার আবেদন (টিসি) শুরু হচ্ছে রোববার (১৭ নভেম্বর) থেকে। এ আবেদন পর্ব শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার)।
আরও পড়ুন: আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিসি ও টিসির আবেদন করতে পারবেন। এজন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা। আর অন্যান্য বোর্ড স্ব স্ব নির্ধারিত হারে ফি নেবে শিক্ষার্থীদের কাছ থেকে।
শিক্ষাবোর্ড বলছেন, একাদশে ভর্তি শেষ হওয়ার পর প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ নানা কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করেন। চলতি বছরও শিক্ষার্থীদের অনেকে কলেজ ও বোর্ড পরিবর্তনের অপেক্ষায় আছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইন টিসি ও বিটিসির আবেদন করতে হবে।
সান নিউজ/এমএইচ