নিজস্ব প্রতিবেদক: আজ ১১ দিনের ছুটি শেষে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রম।
আরও পড়ুন: দ্রব্যেরমূল্য বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা
সাম্প্রতি দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সাথে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ১১ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় বুধবার (৯ অক্টোবর), এর সাথে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি মঙ্গলবার (১৫ অক্টোবর), লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি বুধবার (১৬ অক্টোবর)। সব কিছু মিলিয়ে ছুটি চলে বৃহস্পতিবার (১৭ অক্টোবর)। এর পরের ২ দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় আজ (রোববার) শিক্ষাপ্রতিষ্ঠান খুললো ।
সান নিউজ/এমএইচ