নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে
সমন্বয়করা হলো- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন নাহিদের বাবা মো. বদরুল ইসলাম। তিনিসহ মোট ৫জন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদের চাচা জাহিদুল ইসলাম জানান, নাহিদ আমাদের সাথে আছে, এখন তাকে নিয়ে আমরা বাসায় যাচ্ছি।
আরও পড়ুন: বন্দরে তিন নম্বর সংকেত
নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, আমরা ছেলে নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। দেশে কোটা সংস্কার আন্দোলনের নাহিদসহ ৬ সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবির ১ ঊর্ধ্বতন কর্মকতাও বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ইতি মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে।
সান নিউজ/এমএইচ