নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান মন্তব্য করে বলেছেন, আমাদের দলীয় কর্মীদের বাঁচাতে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবেই রাস্তায় নেমেছি। এ সশয় সন্ত্রাসীরা কমপক্ষে আমাদের ১০০ জন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।
আরও পড়ুন: শিক্ষার্থী-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে ইনান এ সকল কথা বলেন।
তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা যখন বিজয় ৭১ হলে হামলা চালিয়েছে ঠিক তখনই ছাত্র-ছাত্রীরা বেরিয়ে এসে তাদের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এ সময় আমরা খুবই অবাক হয়েছি যে, এই ঘটনার আশপাশের এলাকা থেকেও মানুষজন এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।
তিনি আরও বলেন, আমরা দলীয় কর্মীদের জন্য রাস্তায় নেমেছি, বিষয়টি কিন্তু এমন নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও মুক্তিযোদ্ধাদের চেতনার অংশ হিসেবে আজ রাস্তায় নেমেছি। আমাদের অশংক্ষ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সময় তারা ছদ্মবেশে আমাদের মেয়েদের ওপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় এই ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সান নিউজ/এমএইচ