নিজস্ব প্রতিবেদক:
খুলনা: ইউএসএইডের প্রোমোটিং পিস অ্যান্ড জাষ্টিজ (পিপিজে) অ্যাকটিভিটি’র সহায়তায় ‘সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা করোনার মধ্যেও ওয়েবিনারের মাধ্যমে সরকারের আইনগত সহায়তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওয়েবিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।
ওয়েবিনারের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন ইউএসএইড এর (পিপিজে) অ্যাকটিভিটি’র চিফ অব পার্টি চার্লস জ্যাকোসা। ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের ভূমিকা ও কাজ এবং আইনগত সহায়তার বিষয়ে সারগর্ভ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সংস্থার পরিচালক জেলা জজ মো. সাইফুল ইসলাম। সরকারি আইনগত সহায়তা প্রদানে এনজিওর ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন ব্লাস্টের রিসার্চ স্পেশালিস্ট তাকবির হুদা ও সহকারী পরিচালক তাপসী রাবেয়া। আইনগত সহায়তা প্রদানে ব্যক্তি বিশেষের ভূমিকা সম্পর্কে বক্তব্য দেন ব্র্যাকের হিউম্যান রাইটস অ্যন্ড লিগ্যাল এইড সার্ভিসের প্রোগ্রাম হেড শাহরিয়ার সাদাত।
অতিথি বক্তা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস লিগ্যাল এইড ডেস্কের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। মডারেটর ছিলেন মো. মোস্তফা কামাল ও ওয়াহিদা বেগম। ওয়েবিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শিক্ষার্থীরা।