পাবনা প্রতিনিধি: পাবনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৪ এ অবিস্মরণীয় সাফল্য অর্জিত হয়েছে।
আরও পড়ুন: দাখিলে এবারও শীর্ষে এনএস কামিল মাদরাসা
সোমবার (১৩ মে) বিকেলে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগে রোববার (১২ মে) সকালে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৩ জন জিপিএ-৫ অর্জন করে। জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৫ জন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. ওয়াজেদ আলী ও পরিচালক জহিরুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ক্লাস ও পরীক্ষা গ্রহণে এ ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।
সান নিউজ/এনজে