নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: বিএনপি নির্যাতনের মনগড়া বক্তব্য দিচ্ছে
মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এই রুটিন প্রকাশ করা হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এ ছাড়াও আগামী ১২ আগস্ট থেকে ব্যবহারির পরীক্ষা শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগামী ১৬ এপ্রিল থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ধামরাইয়ে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মৃত্যু
প্রসঙ্গত, করোনার আগে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হতো। তবে করোনার কারণে গত কয়েক বছরের এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
সান নিউজ/এএ