নিজস্ব প্রতিবেদক:
খুলনা: তেরখাদায় উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের নয় বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল রেজাউল করিম (২৩)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ঙ অঞ্চল) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
রেজাউল ইসলাম ওই গ্রামের আলমগীর শিকদারের ছেলে। তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একই গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে ধর্ষণ করেন। ওইদিনই মেয়েটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেরখাদা থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, হাজির করা হলে রেজাউল করিমের জবানবন্দি রেকর্ড করেন আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তার রিমান্ডের আবেদন জানানো হয়নি।
ওই শিশুর বাবা বলেন, ‘রেজাউল পুলিশ কনস্টেবল। নাটোরে পুলিশ লাইনে চাকরি করেন। বছর তিনেক আগে চাকরি পেয়েছেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। আমার মেয়ে রেজাউলের বাড়ির পাশের ঘেরের পাড়ে কদম ফুল পাড়তে যায়। সে সময় ফুল পাড়তে সহায়তার কথা বলে ফুঁসলিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। মেয়ে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে।’
ওই শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।