নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ( ১৬ মার্চ ) ভোর ৪ টা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন ও বিক্রি করার অপরাধে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
জরিমানকরা আড়তগুলো হচ্ছে, ঋত্বিক ফিস ৩ লাখ, রাজলক্ষী মৎস আড়ত ৩ লাখ, সর্দার এন্ড কোং ৪ লাখ, দয়াল মৎস আড়ত ২ লাখ, বিসমিল্লাহ ফিস ২ লাখ, রুদ্র এন্টারপ্রাইজ ২ লাখ, বুড়িগঙ্গা মৎস আড়ত ২ লাখ। মোট ৭টি আড়তকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ৫৬৬ কেজি জাটকা ইলিশ ও ৫৩৭ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এসব ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন এবং বিক্রয় করে আসছে।
সান নিউজ/এজেড