নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল (১৩ মার্চ) রাজধানী ঢাকার ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম, দক্ষিণবাড়ী, বালিয়াকান্দি থানা, রাজবাড়ি জেলার আব্দুল মান্নান শেখ এর ছেলে ।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটকের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি র্যাব লেখা এপ্রোন/জ্যাকেট, এক জোড়া হাতকড়া, ২ টি র্যাবের লোগোযুক্ত চাবির রিং ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সোমালিয়ান দস্যুদের দাবি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ঢাকার যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকয় র্যাব পরিচয় বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ভিকটিম মাহাবুব ঘরামী বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সান নিউজ/এজেড