নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় চাঞ্চল্যকর কহেল মুন্সী (৬৫) হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সীকে হত্যাকাণ্ড সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আরও পড়ুন: একদিনে আরও ১৭৯ বিজিপির প্রবেশ
মঙ্গলবার (১২ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার হৃদয় মুন্সী (২৩) মানিকগঞ্জের সিংগাইর থানাধীন মধুরচর গ্রামের ইসলাম মুন্সীর ছেলে।
এতে বলা হয়, সোমবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে র্যাব-৪ ও র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ থানাধীন চকরিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের এজাহারনামীয় পলাতক আসামি হৃদয় মুন্সীকে গ্রেফতার করে।
আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যাকাণ্ড সংগঠনের পর ঢাকার নবাবগঞ্জে আত্মগোপনে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এনজে