নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: ঢাকা-বরিশাল নৌ-রুটে চলাচলরত পারাবত-১১ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাত ৩৫-৪০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত কোম্পানির লঞ্চটির তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।
সোমবার ভোরে বরিশাল নদীবন্দরে লঞ্চটি নোঙর করে। যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ার পর লঞ্চের স্টাফরা চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনের যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান।
পরে পুলিশ গিয়ে দরজা খোলা অবস্থায় থাকা কেবিনের ভেতর থেকে সালোয়ার কামিজ পরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারন কেবিনটি একজন পুরুষের নামে নেওয়া ছিলো। আর কেবিনের টিকিটে দেওয়া তথ্যানুসারে মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লায় রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ওই নারীর সঙ্গে আর কেউ ছিলেন। তাই মৃত নারীর সঙ্গে আর কেউ ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। তারা মরদেহের ময়না তদন্তসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।