ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫০০ পিস ইয়াবা, ৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদসহ মো. আমিনুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
আরও পড়ুন: অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
আটক মো. আমিনুল ইসলাম সদর উপজেলার লাউথুতি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা, ৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেন, যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
আরও পড়ুন: ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে আটক করে এবং ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ১৪(খ) ও ২৪(ক) ধারায় ভুল্লি থানায় একটি মামলা দায়ের করেন।
ভুল্লি থানার ওসি মো. দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুল্লি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এনজে