ছবি: সংগৃহীত
অপরাধ

নারীকে অপহরণের চেষ্টা, আটক ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দিগড় বালাপাড়া নামক এলাকায় এ্যাম্বুলেন্সযোগে সুমনা পারভীন (২৮) নামের এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সৌদিতে সড়কে বাংলাদেশি নিহত

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধায় ঐ ৬ জন আসামিকে ভুক্তভোগীর পরিবারের লোকজন ও স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিদের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন ঐ নারী।

আসামিরা হলেন- সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ (৩০), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মো. রেজাউল করিমের ছেলে মো. রকি ইসলাম (২৫), ক্ষিতিশ চন্দ্র রায়ের ছেলে রাম গোপাল (৩০), মৃত বিজয় কুমার রায়ের ছেলে ভরত কুমার রায় (২৯) হিরাম্ব চন্দ্র রায়ের ছেলে দিলীপ রায় (৩০) ও এ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. আরমান হোসেন (২০)।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মৃত সলেমান আলীর মেয়ে মোছা. সুমনা পারভীন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ রোডস্থ পল্লীবিদ্যুৎ শাখায় বিলিং সহকারী পদে চাকুরি করে।

সেখানে ভাড়া বাসায় থাকাকালীন অফিস যাওয়া আসার সময় পার্শ্ববর্তী সোনাহার সরকারপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সৌমিক আহাম্মেদ তাকে উত্যক্ত করত। এমনকি বিয়ের প্রস্তাবও দেয়। প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণের হুমকি দেয়।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতু

সুমনা পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করলে বাড়ির লোকজন তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা চালায়।

গত শুক্রবার সুমানার বিয়ের কথা জানার পর ঐ দিন সন্ধায় সৌমিক রায় ৬ জনকে নিয়ে একটি এ্যাম্বুলেন্সযোগে সুমনার বাড়িতে গিয়ে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার পরিবার ও আশপাশের লোকজন উল্লেখিত ৬ জনকে আটক করে থানায় খবর দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (নি.) পিযুস চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঐ ৬ জনকে আটক করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা