ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ ৮ টি বাই-সাইকেলসহ ২ চোরকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: সাবেক এমপি শামছুল হক আর নেই
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রুহিয়া থানা এলাকার মন্ডলাদাম কামিনি পাড়া গ্রামের মো. তহিদুল ইসলামের বসত বাড়ির বারান্দা থেকে একটি হিরো লাল পুরাতন বাইসাইকেল চুরি হয়।
আরও পড়ুন: জানুয়ারিতে কারা হেফাজতে ১৫ মৃত্যু
এ ঘটনায় সাইকেল মালিক বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে। রুহিয়া থানার মামলা নং-০১ তাং-০১/০২/২০২৪ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড।
পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আসামি মো. সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫) নামে একজনকে আটক করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুহিয়া থানার এসআই আবু হানিফ মন্ডল আটককৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের আবৃুল কালাম ওরফে নাদিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাদীর চুরি যাওয়া বাই-সাইকেলসহ আরও ৭টি চোরাই বাই-সাইকেল উদ্ধার করে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
এ সময় সাং-মধ্য ঝাড়গাঁওয়ের আব্দুল বাছেদের ছেলে আসামি মো. আবুল কালাম ওরফে নাদিয়াকে (৪২) হাতেনাতে গ্রেফতার করা হয়। পূর্বে আটককৃত আসামি সাং-ঘনিবিষ্টপুরের (চেয়ারম্যানপাড়া) মো. আব্দুল মান্নানের (চামরিয়া) ছেলেকেও গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার ওসি গুলফামুল মন্ডল জানান, রুহিয়া থানা এলাকার আখানগর ইউনিয়ন ভিত্তিক বাই-সাইকেল চুরি ও কেনাবেচার একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে রুহিয়া থানা এলাকাকে সাইকেল চুরি মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে।
সান নিউজ/এনজে