নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ১৮ ঘণ্টা পর পলাতক দুইজনসহ চারজন মাদক চোরাকারবারিকে আটক করেছে যশোরের শার্শা থানা পুলিশ। জব্দ করেছে হ্যান্ডকাপও। বাগআঁচড়ার আমলাই সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শার্শা থানার এএসআই রবিউল ইসলাম একদল পুলিশ নিয়ে শার্শার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় তারা ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেন হরিশচন্দ্রপুর গ্রামের মোস্তফার ছেলে শাহবুদ্দিন আহম্মেদ ও আব্দুল ওহিদের ছেলে মামুন হোসেনকে। রাতে শার্শা থানায় আনার পথে তারা হ্যান্ডক্যাপসহ পালিয়ে যান।
নাভারণ সার্কেল এ এস পি জুয়েল ইমরান জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে ফের আটকে ঝটিকা অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুুপুরে আমলাই সীমান্ত এলাকা থেকে মাদক ব্যবসায়ী আয়নাল হকের ছেলে বিল্লাল হোসেন ও ইলিয়াস হোসেনের ছেলে শামিমকে আটক করা হয। পরে আটক করা হয় হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি মামুন ও শাহবুদ্দিনকে। এ সময় তারা করাত দিয়ে হ্যান্ডক্যাপ কাটার চেষ্টা করছিলেন।