নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুন: ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর
শনিবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চত করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা
এ সময় তাদের হেফাজত থেকে ১২৪৯ পিস ইয়াবা, ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ১৪০ গ্রাম হেরোইন, ৩ পিস আইস ও ১৬৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬ টি মামলা করা হয়েছে।
সান নিউজ/এনজে