নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি: রাজাপুর উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) রাতে ছাত্রীর বাবা অজ্ঞাতনামাসহ ছয়জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলাটি করেন। পুলিশ রাতেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অপহৃতা ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে মো. ইসমাইল হাওলাদার (২২) ও আলী আহম্মদ হাওলাদারের ছেলে মো. শাহ জালাল হাওলাদার (২৩)। তাদের সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ওই কিশোরী উপজেলা সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী। ভাতকাঠি গ্রামের মো. জামাল হাওলাদারের ছেলে মো. এছাহাক হাওলাদারের (১৯) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। রোববার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে উপজেলা সদরে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এছাহাক, ইসমাইল ও শাহজালালসহ অজ্ঞাতনামারা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।