ইউএনও ওয়াহিদা খানম
অপরাধ

ইউএনওর ওপর হামলায় গৃহকর্মী ও দুই সরকারি কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের পর হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে আরও তিনজনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। একইসঙ্গে ওই ঘটনার আলামাত হিসেবে একটি লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করেছে পুলিশ।

আটককৃতদের মধ্যে রয়েছেন ইউএনওর গৃহকর্মী জোবাইদা বেগম (৩৮) ও দুই সরকারি কর্মচারী উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী (৩০) ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৮)।

অন্যদিকে হামলার ঘটনার পাঁচদিন পার হলেও এখনো তদন্ত শুরু করতে পারেনি বিভাগীয় তদন্ত কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা ভূমি অফিসের গাড়িচালক চক বামুনিয়া বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা ইয়াসিন আলী ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিশন আবিরপাড়া এলাকার বাসিন্দা অরসোলা হেমব্রমকে আটক করেন ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামান।

রোববার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে জোবাইদা বেগমকে আটক করে পুলিশ। জোবাইদা বেগম ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী, তার গ্রামের বাড়ি জেলার ফুলবাড়িতে।

এর আগে ইউএনওর বাসভবনের মালি সুলতান কবিরকে (৩৭) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তার সঙ্গে আরও আটক হন প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০) ও অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার (৩৩)।

পুলিশ জানায়, সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ইউএনওর ওপর হামলার ঘটনার সময় অপরাধীদের ব্যবহৃত লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মোট ছয়জনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। আর তিন আসামি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য আসাদুল ইসলাম (৩৫) এবং রংমিস্ত্রি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এদিকে ঘটনার পরদিনই ৩ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেন, গত পাঁচদিনেও তদন্তকাজ শুরুই করতে পারেননি তারা। কমিটির অন্য দুই সদস্য হলেন, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজির একজন প্রতিনিধি ও দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ মাহমুদ।

সোমবার দুপুরে আসিফ মাহমুদ বলেন, ‘৩ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার তদন্ত কমিটি গঠনের চিঠি আমি পেয়েছি। কিন্তু কমিটির প্রধান এখন পর্যন্ত তদন্তের বিষয়ে আমাকে কোনো চিঠি দেননি। তাই তদন্ত কমিটির কাজ শুরু করতে পারিনি।’

গত ০২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটায় সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ইউএনও ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওয়াহিদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়। রাতে তার মাথায় অস্ত্রোপচারের পর থেকে আইসিইউতে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকার পর সোমবার দুপুরে চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো এবং স্থিতিশীল। তার বাবা ওমর আলী শেখ এখনো রমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ইউএনওর ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামাদের আসামি করে ঘোড়াঘাট থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধ করা হবে অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এব...

মোদী-ইউনূসের বৈঠক হচ্ছে না যুক্তরাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই...

চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন 

নিজস্ব প্রতিবেদক: কাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স...

আগস্টে সড়কে নিহত ৪৭৬

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত আগস্ট মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনা...

পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্...

বন্ধ করা হবে অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এব...

মোদী-ইউনূসের বৈঠক হচ্ছে না যুক্তরাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই...

চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন 

নিজস্ব প্রতিবেদক: কাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স...

আগস্টে সড়কে নিহত ৪৭৬

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত আগস্ট মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনা...

পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা