নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার সোয়ারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোয়ারিঘাটের ৩০ দেবীদাসঘাট লেন পুলিশ বক্সের ঢালে অভিযান চলাকালে এসব অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
পলাশ কুমার বসু জানান, অভিযানে এখন পর্যন্ত ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় এসব অবৈধ পলিথিন কারখানায় তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।